কবিতা
সৃষ্টিশীলতার অবকাশ

সৃষ্টিশীলতার অবকাশ
মুহাম্মদ বেলাল
সৃষ্টিশীলতার অবকাশ ছুঁয়েছে
এক আকাশ, এক সমুদ্র
একটি নদী, একটি মরুভূমি
এক হিমালয়, একটি পাহাড় নির্জন কানন, একটি দ্বীপ।
আমি তাদের অন্তে খুঁজেছি,ক্ষণিকের দেখা সেই শব্দ
ইশারায় ডাকা সেই বর্ণমালা।
কোথাও পাইনি, কোথাও পাইনা,
কোথাও নেই,
সেই নেশাধরা শব্দরাশি; রিনরিনিয়ে নৃত্য করা বর্ণমালা।
না বলে হারিয়ে যাওয়া শব্দ অার, বর্ণমালার বিষাক্ত ছুরির অাঘাতে-মস্তিষ্ক রক্তক্ষরণের স্রোতে ভেসেও হাসে।
তীব্র কষাঘাতের যন্ত্রণায় কুঁকড়ে উঠে বসে, আগ্রহ শুষে নেয় নিঃশ্বাসে, অন্তঃপুরে।
দেখা মেলে নতুন দূর দিগন্তে
তারা পাখা ঝাপটায়, হেসে, খেলে নৃত্য করে বেড়ায়।
কাছে এসে দেখি
তারা নয়, যারা হারিয়েছে
দেখা দিয়ে শূন্যে মিলিয়েছে।
পরিচয়ঃ-
মুহাম্মদ বেলাল
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।