সন্দেশ

প্রাইভেট বিমানে ঘোরার মজাই আলাদা: আরাভ

আরাভ খান ওরফে রবিউল ইসলামের ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক পোস্টগুলো যাচাই-বাছাই করলে দেখা যায় তার পোস্ট করা বেশকিছু ছবি ফটোশপে এডিট করা। প্রাইভেট বিমান কিংবা লন্ডন ব্রিজের সামনের অন্যজনের ছবির মাথা কেটে তার মাথা বসায় আরাভ খান।

পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক পোস্টগুলো যাচাই-বাছাই করলে দেখা যায় তার পোস্ট করা বেশকিছু ছবি ফটোশপে এডিট করা। প্রাইভেট বিমান কিংবা লন্ডন ব্রিজের সামনের অন্যজনের ছবির মাথা কেটে তার মাথা বসায় আরাভ খান।

২০২০ সালের ২৪শে আগস্ট নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন আরাভ। ছবির ক্যাপশনে লেখেন: ‘প্রাইভেট বিমানে ঘোরার মজাই আলাদা। ছবিটি নিউইয়র্ক থেকে তোলা বলে উল্লেখ করা হয়। অথচ যাচাই-বাছাই করে দেখা যায় আরাভ খানের সেই ছবিটি একটি এডিটেড ছবি। ইন্টারনেটের একটি ছবির মাথা কেটে আরাভ খানের মাথা বসিয়ে দিয়েছে।

আপনাদের দেখার সুবিধার্থে নিচে ছবিটি দেওয়া হলো:

ইন্টারনেটের একটি ছবির মাথা কেটে আরাভ খানের মাথা বসিয়ে দিয়েছে

ছবিটি এতদিন আরাভের মনে করা হলেও ছবিটি আসলে ফেক। পুলিশ কর্মকর্তা খুনের আসামি হিসেবে নতুন করে আলোচনায় আসার পর থেকে তার এই ছবিটি নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। মূলত আরাভ অন্যের ছবি এডিট করে নিজের চেহারা বসিয়েছেন।

আরাভ খানের পোষ্ট করা ছবিটি দেখুন এখানে

আরো পড়ুন: বিতর্কিত সেই স্বর্ণের দোকান উদ্বোধন করলেন সাকিব

এছাড়াও তিনি লন্ডন ব্রিজের সামনে এক ব্যাক্তির সাথে একসাথে কাদে হাত রেখে ছবি ফেসবুকে পোষ্ট করেন। অনলাইনে যাচাই-বাছাই করে দেখা যাই এই ছবিটিও ফেইক। এই ছবিটিতেও আরাভ অন্যের ছবি এডিট করে নিজের চেহারা বসিয়েছেন।

আপনাদের দেখার সুবিধার্থে নিচে ছবিটি দেওয়া হলো:

ইন্টারনেটের একটি ছবির মাথা কেটে আরাভ খানের মাথা বসিয়ে দিয়েছে

উল্লেখ্য, আরব জুয়েলার্সের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামে। পুলিশ শাখার পরিদর্শক মামুন বলেন, তিনি হত্যা মামলার পলাতক আসামি। সে ভারতে গিয়ে সেই দেশে বিয়ে করে নাগরিকত্ব নেন এবং তার নাম পাল্টিয়ে আরাভ খান নামে পরিচিত লাভ করেন। তার জন্ম ১৯৯৩ সালের ৩১ জুলাই ভারতীয় পাসপোর্ট অনুযায়ী। মাত্র ৩০ বছর বয়সে হাজার কোটি টাকার জুয়েলারি শপ খুলে আরবের শেখদের কে চমকে দিলেন আরাভ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।