খবর

সর্বনিম্ন কত টাকা থাকলে যাকাত দিতে হয়

আমরা প্রত্যেকে জানি, নিছাব পরিমাণ সম্পদ থাকলে নর-নারীর ওপর যাকাত দেওয়া ফরজ হয়। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। প্রাপ্ত বয়স্ক হলে যেমন নামাজ ফরজ হয়। তেমনি নিছাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ। তেমনি সারাবছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর ঋণমুক্ত হয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিকানার এক বছর পূর্ণ হলেও আবশ্যিকভাবে যাকাত আদায় করতে হয়।

রাসূল (সা:) বলেন, পাঁচ ওয়াসাক বা ৭৫০ কেজির কম উৎপন্ন দ্রব্যের ওশর নেই এবং পাঁচ উক্বিয়া অর্থাৎ ২০০ দিরহামের কম রৌপ্যের যাকাত নেই (ছহীহ বুখারী, হা/১৪৮৪)। ২০০ দিরহাম রৌপ্য সমান ৫৯৫ গ্রাম বা প্রায় ৫২ ভরি। আর স্বর্ণের ক্ষেত্রে ২০০ দিরহাম সমান ৮৫ গ্রাম বা প্রায় সাড়ে সাত ভরি স্বর্ণ।

এ পরিমাণ স্বর্ণ-রৌপ্য বা সমপরিমাণ অর্থ কারো কাছে এক বছর জমা থাকলে তাকে শতকরা ২.৫ টাকা হারে যাকাত দিতে হবে (তিরমিযী, হা/৬৩২; ইবনু মাজাহ, হা/১৭৯২, সনদ ছহীহ)। বর্তমান বাজার অনুযায়ী যার কাছে ৭০ থেকে ৭৩ হাজার টাকা আছে, তাকেই জাকাত দিতে হবে। তবে, এটা নির্ভর করে আপনার রুপার মূল্যের ওপর।

আরো পড়ুন: যাকাত এর হিসাব করবেন যেভাবে

রুপার মূল্য যদি বেশি থাকে, তাহলে আরেকটু বেশি। ৫৮৫ গ্রাম রুপার মূল্যের সমান অর্থ থাকলে জাকাত দিতে হবে। না হলে দিতে হবে না। এখন আপনার সে মূল্য দেখতে হবে। তবে, আমাদের হিসাব অনুযায়ী সেটা ৭০ থেকে ৭৩ হাজার টাকা হবে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।