খবরবিনোদন জগৎ

খল নায়কের চরিত্রে অভিনয়ের জন্য পাথর ছুঁড়ে মারা হয়েছিল বাচ্চুকে!

খল নায়কের চরিত্রে অভিনয় করার জন্য পাথর ছুঁড়েও মারা হয়েছিল অভিনেতা বাচ্চুকে। খল নায়কদের জীবনে যেন বিপদের শেষ নেই, পর্দায় খল চরিত্রের অভিনয়ের সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনকেও মিশিয়ে ফেলেন দর্শকেরা। এ যেন অভিনেতারই অভিনয়ের স্বার্থকতা। সিনেমায় অভিনীত কোনো কোনো খল চরিত্রের দৃশ্য দর্শকদের হৃদয়ে এতটাই স্পর্শ করে যে সেই চরিত্রকে বাস্তব জীবনেও ঘৃণা শুরু করেন তারা। সিনেমা হলে দর্শকেরা সিনেমা দেখার সময় খল নায়কদের গালাগালি করতে ছাড়েন না, তেমনই সরাসরি দেখা হলেও তাদের ঘৃণার বহিঃপ্রকাশ করতে ছাড়েন না। বিখ্যাত খল অভিনেতা সাদেক বাচ্চুর জীবনেও তেমনই এক অভিজ্ঞতা হয়েছিল সত্তরের দশকে।

আরও পড়ুন# লাইফবয় সাবানের প্রচারণা বন্ধের আইনি নোটিশ!

সিরিয়ালে রাজাকারের ভূমিকায় অভিনয় করে তুমুল ঘৃণার পাত্র বনে যান সাদেক বাচ্চু। অত্যন্ত আলোচিত একটি নাটকের এক দৃশ্যে দেখা যায় একজনকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছেন সাদেক বাচ্চু। সেই পর্ব প্রচারিত হবার পরদিন বোনকে আনতে ট্রেনে জামালপুর যান তিনি। স্টেশনে তাকে দেখামাত্রই দর্শকেরা বাদামের খোসা ছুঁড়ে মারেন, কেউ কেউ আবার পাথর অব্ধি ছুঁড়ে মারা শুরু করেন। প্রবল ঘৃণায় দর্শকেরা তাকায় বাচ্চুর দিকে। সেই যাত্রায় কোনোমতে ওখান থেকে পালাতে পেরেছিলেন তিনি। এ যেন মধুর সমস্যা। তার অভিনয়ের স্বার্থকতা এই জায়গাতেই। দর্শকের হৃদয়ে তিনি তার অভিনয় দিয়ে সত্যিকারের খল নায়ক বনে গেছেন যেন!

‘রামের সুমতি’ নামক একটি সিনেমায় পার্শ্বনায়কের চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে তার আগমন হয়। এরপর বহুল আলোচিত ‘চাঁদনী’সহ বেশ কয়েকটি সিনেমায় খল নায়কের চরিত্রে অভিনয় করেন এবং বেশ আলোচিতও হন সাদেক বাচ্চু।

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর এই পৃথিবী ছেড়ে চলে যান তিনি। গতকাল ছিল তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি সাদেক বাচ্চু নামে বহুল পরিচিত হলেও এটি কিন্তু তার আসল নাম নয়। তার আসল নাম মাহবুব আহমেদ। তার জন্ম চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি অভিনয়ে আসার আগে ডাক বিভাগে চাকরি করতেন।

সাদেক বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবন নদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’ ইত্যাদি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।